কখনো ভেবেছেন, দুর্নীতি করে অনেক টাকার মালিক বনে যাবার কথা? যারা অপরাধ সাম্র্যাজ্য নিয়ে কাজ করেন, কখনো কখনো তাদের নিশ্চয়ই লোভ হয়, একটু এদিক-ওদিক করে কিছু টাকা কামিয়ে নিতে। মার্কিন অধ্যাপক ব্রুস ব্যাগলির বিরুদ্ধে ঠিক এই অভিযোগটাই এনেছেন দেশটির ফেডারেল আইনজীবীরা।
দুর্নীতি বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে প্রায়ই ব্যাগলির মতামত নেয়া হত মার্কিন গণমাধ্যমে। কিন্তু আইনজীবীরা বলছেন, এই জ্ঞান তিনি ব্যবহার করেছেন নিজের স্বার্থেও। তাই মুদ্রাপাচারের অভিযোগে গেল সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়েছে।
ব্যাগলি পড়ান মায়ামি বিশ্ববিদ্যালয়ে। “ড্রাগ ট্রাফিকিং, অর্গানাইজড ক্রাইম, অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য আমেরিকাস টুডে” নামে একটি বইও লিখেছেন তিনি। অভিযোগপত্র অনুযায়ী, এই ব্যাগলিই কিনা ভেনেজুয়েলা থেকে দুর্নীতি ও ঘুষের প্রায় ২৫ লাখ ডলার সমপরিমান টাকা, পাচারের ষড়যন্ত্রে অংশ নিয়েছেন।
তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পাবেন এই নথিতে।