১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স-এ (২৬–২৯ সেপ্টেম্বর) অংশ নেওয়ার জন্য হামবুর্গে যেতে পারেননি? আফসোসের কিছু নেই। ঘরে বসেই নানা উপায়ে আপনি পেতে পারেন সেখানকার খবরাখবর। পুরো বিশ্ব থেকে দেড় হাজারেরও বেশি সাংবাদিক অংশ নিচ্ছেন এই সম্মেলনে। যেখানে তারা মতবিনিময় করবেন তাদের কাজ ও অভিজ্ঞতা নিয়ে।
সম্মেলনের ওয়েবসাইট
ব্রাউজারে বুকমার্ক করে রাখুন এই সাইটটি: gijc2019.org। এখানেই আমরা প্রতিদিন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করব। যার মধ্যে থাকবে দিনের গুরুত্বপূর্ণ ইভেন্ট, টিপশিট, বক্তাদের সঙ্গে প্রশ্নোত্তর – এমন আরো অনেক কিছু। (প্রতিবেদনগুলো আমরা শেয়ার করতে থাকব আমাদের ফেসবুক ও টুইটার পেজে। আর সবচেয়ে জনপ্রিয় কিছু প্রতিবেদন প্রকাশ করা হবে এখানে: gijn.org)
সরাসরি সম্প্রচার
দুটি কক্ষ (হোলসিম–অডিটোরিয়াম ও রুম ২.১০৪) থেকে আমরা সরাসরি সম্প্রচার করব। সম্মেলনের পূর্ণাঙ্গ সূচি থেকে আপনি দেখে নিতে পারবেন এই দুই ঘরে কোন ইভেন্ট আছে। সূচিতে গিয়ে “ফিল্টার বাই” বাটনে ক্লিক করুন। ট্র্যাকসের বদলে সিলেক্ট করুন “লোকেশন” অপশন। তারপর সিলেক্ট করুন এই দুই ঘর।
সরাসরি সম্প্রচার দেখতে (বা পরে রেকর্ডিং দেখতে), চলে যান জিআইজেসি লাইভস্ট্রিম পেজ বা জিআইজেএন–এর ইউটিউব চ্যানেলে।
সোশ্যাল মিডিয়া
#GIJC19: এটি হচ্ছে সম্মেলনের হ্যাশট্যাগ। আয়োজক, বক্তা, অংশগ্রহণকারী… সবাই এই হ্যাশট্যাগ দিয়েই বিভিন্ন পোস্ট দেবেন।
সম্মেলনের তাৎক্ষণিক খবরাখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হবে নয়টি ভাষায় :
- বাংলার জন্য, ফলো করুন ফেসবুক ও টুইটার
- ইংরেজির জন্য, ফলো করুন ফেসবুক ও টুইটার
- জার্মানের জন্য, ফলো করুন ইন্সটাগ্রাম ও টুইটার
- আরবির জন্য, ফলো করুন ফেসবুক ও টুইটার
- রাশিয়ানের জন্য, ফলো করুন ফেসবুক, টুইটার ও টেলিগ্রাম
- ফরাসীর জন্য, ফলো করুন ফেসবুক ও টুইটার
- স্প্যানিশের জন্য, ফলো করুন ফেসবুক ও টুইটার
- চাইনিজের জন্য, ফলো করুন টুইটার, উইবো ও উইচ্যাট
- পর্তুগিজের জন্য, ফলো করুন ফেসবুক ও টুইটার
সাব সাহারান আফ্রিকায় অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে বিস্তারিত জানতে অনুসরণ করুন এই টুইটার ও ফেসবুক পেজ (ইংরেজিতে)।
ইন্সটাগ্রাম
সম্মেলনের পুরো সময়ে ছবি ও ভিডিও পোস্ট করা হবে জিআইজেএন–এর ইন্সটাগ্রাম ও নেটজওয়ার্ক রেশের্সের ইন্সটাগ্রাম পেজে।
ইউটিউব
লাইভ সম্প্রচার ও নির্বাচিত ভিডিও দেখতে চোখ রাখুন জিআইজেএন–এর ইউটিউব ও নেটজওয়ার্ক রেশের্সের ইউটিউব চ্যানেলে।
সম্মেলনের পর…
লাইভ সম্প্রচার করা ভিডিওগুলো পরবর্তীতেও দেখতে পাওয়া যাবে জিআইজেএন–এর ইউটিউব ও নেটজওয়ার্ক রেশের্সের ইউটিউব চ্যানেলে।
আর অনেক টিপশিট ও প্রতিবেদনের জন্য সম্মেলন শেষ হওয়ার পরবর্তী সপ্তাহগুলোতে নজর রাখুন জিআইজেএন–এর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ও সাপ্তাহিক নিউজলেটারের দিকে। এখানেই একে একে প্রকাশিত হবে সম্মেলন থেকে পাওয়া বিপুল জ্ঞানভাণ্ডার!