দুর্নীতি, সরকারি নজরদারি, সামরিক অভিযান এবং আরো অনেক বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মূল্যবান হাতিয়ার হয়ে উঠেছে উড়োজাহাজ ট্র্র্যাকিং।
নতুন প্রযুক্তির কল্যাণে এখন আরো উন্নত ও নিখুঁতভাবে বিমানের গতিপথ ট্র্যাক করা যায়।
এই বিষয়টি মাথায় রেখে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য জিআইজেএন তৈরি করেছে বিশদ এই প্লেনস্পটিং রিসোর্স। এখান থেকে আপনি যা যা জানতে পারবেন:
- কীভাবে ট্র্যাকিং কাজ করে এবং কেন নতুন এই প্রযুক্তি তথ্যকে সবার জন্য অবমুক্ত করে দিচ্ছে।
- উড়োজাহাজ ট্র্যাক করার জন্য আপনি কোন কোন ট্র্যাকিং ওয়েবসাইটে যাবেন এবং সহায়তার জন্য কাদের সাথে যোগাযোগ করবেন।
- বিমান মালিকদের সনাক্ত করবেন কীভাবে।
- ফ্লাইট ডেটা নিয়ে রিপোর্ট করার কৌশল।
প্লেনস্পটিংয়ের আরো কিছু সাইট সম্পর্কে জানতে আমাদের এক পৃষ্ঠার এই টিপশীট দেখুন।
আপনি কি কোনো বিশেষজ্ঞদের সাথে নিজে দেখা করতে চান? এই সেপ্টেম্বরে হামবুর্গের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে একটি বিশেষজ্ঞ প্যানেল প্লেনস্পটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং এর নানা বৈশিষ্ট্য তুলে ধরবেন। সেশনটি আপনাকে দেখাবে কীভাবে বিশ্বজুড়ে বিমান এবং জাহাজ ট্র্যাক করতে হয়।