নারী অনুসন্ধানী সাংবাদিকরা গোটা বিশ্বেই বড় বড় খবর জন্ম দিচ্ছেন। কিন্তু এখনো অনুসন্ধানী সাংবাদিকতায় নারীদের সংখ্যা কম। বিশেষ করে পুরুষ সহকর্মীদের তুলনায়।
আমরা পরিসংখ্যান দেখেছি, টুইটার থ্রেড পড়েছি এবং আমাদের বৈশ্বিক সম্মেলনে আসা অনেক নারীর সাথে কথা বলে জেনেছি: নারী সাংবাদিকরা বার্তাকক্ষের ভেতরে বা বাইরে যে ধরণের বাধার মুখে পড়েন তা অনেক সময় জেন্ডার-ভিত্তিক, আর তাদের সমস্যাগুলোকে সমাধান করার মত নেটওয়ার্কের সংখ্যা বা সম্পদের পরিমাণও অপর্যাপ্ত।
কিন্তু নারী অনুসন্ধানী সাংবাদিকদের জন্য রিসোর্স পেইজ তৈরি করতে গিয়ে, অসংখ্য নেটওয়ার্ক এবং রিসোর্সের সন্ধান পেয়ে, আমরা রীতিমত অবাক হয়েছি। আমাদের সংকলন করা এই রিসোর্স মূলত নারী সাংবাদিকদের জন্য। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট নারী সাংবাদিকরাও এখান থেকে উপকৃত হবেন।
#মিটু আন্দোলনের প্রভাবে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে এখন নারীদের প্রতি সহিংসতা, হয়রানি এবং বৈষম্যের দিকে গভীর মনোযোগের সাথে নজর দিতে শুরু করেছে। এর হাত ধরে যুক্তরাজ্য, ব্রাজিল, ক্যামেরুন, ফ্রান্স এবং জাপানসহ অনেক দেশেই নারী সাংবাদিকদের সংগঠন ও নেটওয়ার্ক আত্মপ্রকাশ করেছে। এটি বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা বৈশ্বিক রিসোর্সের এই বিশদ তালিকা প্রকাশ করছি। আমাদের আশা, ওয়াচডগ সাংবাদিকতা চালিয়ে যেতে, বিশ্বের নারী অনুসন্ধানী সাংবাদিকদের যে ধরণের সহায়তা প্রয়োজন, তা খুঁজে পেতে সাহায্য করবে এই রিসোর্স।