বিশ্বের অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকদের সবচে বড় আন্তর্জাতিক জমায়েত, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স। একে “অনুসন্ধানী সাংবাদিকতার বৈশ্বিক মিলন-মেলা” নামেও ডাকা হয়। ২০০১ সাল থেকে বিশ্বের সাত হাজারের বেশী উদ্যমী গণমাধ্যমকর্মীকে জড়ো করেছে এই সম্মেলন।
বিশ্বে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতার দ্রুত প্রসারে দ্বি-বার্ষিক এই সম্মেলনের গুরুত্বপূর্ণ ভূমিকা সব মহলেই প্রশংসিত। #জিআইজেসি১৯ (#GIJC19) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬-২৯ সেপ্টেম্বর, জার্মানীর হামবুর্গে। এটি আমাদের ১১তম আসর। এখানে আমরা ১৩০টি দেশ থেকে এক হাজারের বেশি সাংবাদিকের উপস্থিতি আশা করছি। উন্নয়নশীল এবং উত্তরণের পথে থাকা দেশগুলোর সাংবাদিকদের জন্য ট্রাভেল ফেলোশিপের ব্যবস্থা রয়েছে।
সাংবাদিকদের জন্য সাংবাদিকদেরই ডিজাইন করা এই সম্মেলন এত বিখ্যাত, কারণ এখানে মনোযোগ দেয়া হয় মূলত ব্যবহারিক ও উন্নত রিপোর্টিং কৌশলের দিকে। আমাদের বক্তারা এই পেশায় সেরা। তাদের কেউ জিতেছেন পুলিৎজারসহ সাংবাদিকতার বড় বড় সব পুরষ্কার, কেউ পরিচিত ডেটা সাংবাদিকতার পথিকৃত হিসেবে, আর আছেন একদল দুঃসাহসী অনুসন্ধানী সাংবাদিক, যারা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা উন্মোচন করে চলছেন, কম বেশী সবখানে।
আমাদের পূর্ণাঙ্গ কর্মসূচি পরে জানানো হবে। কিন্তু তার আগে, আমরা কী পরিকল্পনা করছি, দেখে নিন একনজরে:
- ১৫০টির বেশি প্যানেল, কর্মশালা এবং বিশেষ সেশন থাকবে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতার সব বিষয় নিয়ে।
- ডেটা সাংবাদিকতার বিশাল ট্র্যাকে থাকবে স্প্রেডশিট ও স্ক্র্যাপিংয়ের মত প্রাথমিক বিষয় থেকে শুরু করে বিশ্লেষন, ভিজ্যুয়াইজেশন এবং ম্যাপিং নিয়ে ডজনখানেক সেশন; আর থাকবে ডেটা ল্যাব, হাউ-টু সেমিনার এবং মেন্টরিং।
- বিশেষজ্ঞরা কথা বলবেন স্যাটেলাইট ছবির ব্যবহার, ফরেনসিক ভিডিও বিশ্লেষণ, সেন্সর স্থাপন, আন্ডারকভার হওয়া এবং মোবাইল সাংবাদিকতা নিয়ে।
- বিশ্বজুড়ে মানুষ, কোম্পানি এবং অর্থ অনুসরণের অভিনব অনলাইন গবেষণা কৌশল
- ক্রসবর্ডার কোলাবরেশন, স্থানীয় সাংবাদিকতা, যাচাই পদ্ধতি এবং পরিবেশ, ধর্ম ও সংঘাত, স্বাস্থ্য, অপরাধ ও দুর্নীতি কাভার করার সাম্প্রতিক অভিজ্ঞতা
- এক ডজনের বেশী বিষয়ে নেটওয়ার্কিং বৈঠক, যেখানে আলোচনার পাশাপাশি পাওয়া যাবে অন্যদের সাথে কাজ করার সুযোগ এবং অনু্প্রেরণা
- একটি ট্র্যাকে থাকবে ব্যবসা টিকিয়ে রাখার কৌশল: নতুন মডেল, ননপ্রফিট এবং আয়
- সম্প্রচার ট্র্যাকে থাকবে প্রিন্ট থেকে ভিডিওতে যাওয়া, তথ্যচিত্র, অনুসন্ধানী রেডিও ও পডকাস্ট।
- কর্মশালা হবে নির্বাসিত সাংবাদিক, আদিবাসী সম্প্রদায়, এলজিবিটিকিউ জনগোষ্ঠী এবং নাগরিক সাংবাদিকদের জন্য।
- থাকবে একটি লিগ্যাল ক্লিনিক, ডিজিটাল সেইফটি ক্লিনিক এবং ইন্টারনেট ও বাইরের জগতে হয়রানি থেকে নিজেকে রক্ষার উপায় সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ
- অধ্যাপক ও স্কলারদের জন্য থাকবে একাডেমিক ট্র্যাক, সেখানে নতুন গবেষণাপত্র উপস্থাপন ছাড়াও কথা হবে নতুন ট্রেন্ড, চ্যালেঞ্জ ও উত্তম চর্চা নিয়ে।
আর সবচে চমকপ্রদ ঘটনার জন্য সম্মেলনস্থলের অলিগলি বা পানশালায় নজর রাখতে ভুলবেন না, হয়তো দেখবেন সেখানেই হচ্ছে পরবর্তী পানামা পেপার্সের পরিকল্পনা!
এবারের বিশ্ব সম্মেলন আয়োজন করছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক, নেটজোয়ের্ক রিসার্সে এবং ইন্টারলিংক একাডেমি।