নোট: এখন আর আইডিয়া জমা নেয়া হচ্ছে না। সময়সীমা শেষ হয়েছে ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে।
১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৬-২৯ সেপ্টেম্বর, জার্মানীর হামবু্র্গ শহরের দুই নান্দনিক ভেন্যু – স্পিগেল পাবলিশিং হাউস এবং হাফেনসিটি বিশ্ববিদ্যালয়ে। সম্মেলনের যৌথ আয়োজক গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন), নেটজোয়ের্ক রিসার্সে (এনআর) এবং ইন্টারলিঙ্ক একাডেমী ফর ইন্টারন্যাশনাল ডায়ালগ অ্যান্ড জার্নালিজম।
সাংবাদিকদের জন্য জিআইজেসি ১৯ ডিজাইন করছেন সাংবাদিকরাই, এবারও যার কেন্দ্রবিন্দুতে থাকবে প্রায়োগিক দক্ষতা, প্রযুক্তি এবং প্রশিক্ষণ। আয়োজকরা এখন ব্যস্ত সময় পার করছেন – ক্রস-বর্ডার কোলাবরেশন, দুর্নীতি অনুসন্ধান থেকে শুরু করে উন্নততর ডেটা বিশ্লেষণের মত নানা বিষয়ে প্যানেল, কর্মশালা এবং নেটওয়ার্কিং সেশন একত্র করতে। আমরা ইতোমধ্যে বিশ্বমানের প্রশিক্ষকদের একটি তালিকা চূড়ান্ত করেছি, যেখানে রয়েছেন পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক এবং ডেটা জার্নালিজমের পথিকৃতসহ নানা দেশের, নানা বিষয়ের সেরা বিশেষজ্ঞরা।
সম্মেলেনের জন্য দারুণ কোনো আইডিয়া থাকলে, প্রস্তাব করতে পারেন আপনিও। আগামী ৪ ফেব্র্রুয়ারি, ২০১৯ এর মধ্যে নিচের এমবেডেড ফরমে পরামর্শ লিখে পাঠান। জিআইজেসির ঐতিহ্য অনুযায়ী, প্রস্তাবিত সেশনের আইডিয়া হতে হবে দক্ষতাভিত্তিক — যেখানে মূল বিষয়বস্তু হিসেবে থাকবে সাংবাদিকতার নানারকম উপকরণ ও কৌশল এবং ডেটা ও অনুসন্ধানী সাংবাদিকতার পদ্ধতি। আমরা “যুদ্ধ নিয়ে প্রতিবেদন” চাই না, আমরা চাই পদ্ধতি। অতীতের সফল সেশনের কিছু উদাহরণ পাবেন GIJC13 , GIJC15 এবং GIJC17 এর অনুষ্ঠানসূচিতে।
সম্মেলনের ভাষা হবে ইংরেজী। তাই সম্ভাব্য বক্তাদেরও ইংরেজী ভাষা বলা এবং অনুধাবনে স্বচ্ছন্দ হতে হবে। আপনার পরামর্শ বা আইডিয়াগুলোও লিখুন ইংরেজীতে।
I missed the deadline. Can I get an extension? I was looking forward to submitting a session on ‘digital security’. Being a trainer on digital security for journalists I believe I can contribute to the conference.
Thanks for your interest. Send your idea to hello@gijn.org and subscribe to the GIJN newsletter for more updates on the conference.