অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি), সহজে তথ্য খোঁজার সুবিধার্থে তাদের তথ্যভান্ডার ওসিসিআরপি ডেটায় নতুন ফিচার যোগ করেছে। ছয় মাসের চেষ্টায় প্রায় ২০০ ডেটাসেটকে একজায়গায় জড়ো করেছে তাদের ডেটা টিম। এই সফটওয়্যার দিয়ে এখন একসাথে সব ডেটাসেট থেকে তথ্য খোঁজা যাবে।
ওসিসিআরপি ডেটা হল ইনভেস্টিগেটিভ ড্যাশবোর্ডের একটি অংশ, যার মাধ্যমে সাংবাদিকরা তথ্যের এই বিশাল ভান্ডারে সহজেই প্রবেশ করতে পারেন। এখন উন্মুক্ত তথ্যের ১৭০টির বেশি উৎস আর ১০ কোটির বেশি সূত্র থেকে খুঁজে নেয়া যাবে – খবরের আর্কাইভ, আদালতের নথি, ফাঁস হওয়া তথ্য, অপ্রকাশিত গবেষণা বা সরকারি রিপোর্ট, কোম্পানি ও সরকারি কেনাকাটার ডেটাবেইস, এনজিও প্রতিবেদন, এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর বন্দী স্থানান্তর ফ্লাইটের বিবরণও। (এর সব কিছুই সবার জন্য উন্মুক্ত। আর আপনি যদি ওসিসিআরপির সহযোগী হয়ে থাকেন, তাহলে ২৫ কোটির বেশি তথ্যে প্রবেশাধিকার পাবেন)।
রাজনৈতিক বা অপরাধে জড়িত থাকার কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকাও আছে তাদের ডেটাবেইসে।
এই নতুন প্লাটফরমে নানা রকম জিনিস একসাথে পাওয়া যায়। ইমেইল ঠিকানা, জমি বা বাড়ী সংক্রান্ত নথি, কোম্পানি রেকর্ড – চাইলে সবকিছু একসাথে দেখা যায়। কোন তথ্যকে কীভাবে দেখবেন, তা-ও ঠিক করে নিতে পারবেন সহজে।
ওসিসিআরপি ডেটা থেকে সেরা ফলাফল পাওয়ার ৭টি কৌশল, এখানে:
ব্রাউজ করুন সরাসরি আপনার স্ক্রিনে
ওসিসিআরপির তথ্যভান্ডারে ইমেইল, পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, চুক্তির কপি, পুরনো খবর, এমনকি রুডিয়ার্ড কিপলিংয়ের কবিতাও (অবশ্য কবিতাটি এসেছে উইকিলিকস থেকে) আছে। এর নতুন ইন্টারফেইসে যে কোনো ডকুমেন্ট দেখা খুব সহজ। ডাউনলোড করা ছাড়াই আপনি সেই ডকুমেন্ট খুলতে, পড়তে এবং নথির ভেতরে সার্চ করতে পারবেন। এই সুবিধা আপনার গবেষণার সময় বাঁচাবে।
নতুন সার্চ ফিল্টার অপশন
ওসিসিআরপি ডেটা সার্চ করতে গেলেই বাম পাশে একটি কলাম পাবেন। সেখানে উৎস, ডকুমেন্টের ধরণ, ঠিকানা, নাম, দেশ এবং আরো অনেক বিষয় দিয়ে আপনার অনুসন্ধানকে ফিল্টার করা যাবে।
দেখুন কার সাথে কীসের সংযোগ
ডেটাকে নতুনভাবে আপনার সামনে তুলে ধরবে এই ডেটাবেইস। তাদের সফটওয়্যারটি বিভিন্ন ডকুমেন্ট থেকে নাম ও ইমেইল খুঁজে নিয়ে, সেটি কাজে লাগিয়ে – সংশ্লিষ্ট ঠিকানা, ফোন নম্বর, ইমেইল, কোম্পানি, আইডি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে। একটি ডেটায় ক্লিক করে তার সাথে “ট্যাগ“ করা বা সংযুক্ত সব তথ্যই পাওয়া যায়, প্রিভিউ স্ক্রিনে।
অনেক তথ্য তুলনা করুন একসাথে
আপনি যা খুঁজছেন তাকে দুইটি তালিকায় তুলে ধরবে ওসিসিআরপি ডেটা। এভাবে একটি ফলাফলের সাথে অপরটিকে মিলিয়ে দেখতে পারবেন। আপনার সার্চের সাথে মিল-অমিলের ভিত্তিতে র্যাংকিংও তৈরি করে এটি, যা ভিন্ন ভিন্ন ফলাফলের মধ্যে তুলনার সুযোগ করে দেয়। প্রথমে একটি উৎস থেকে পাওয়া ফলাফলে ক্লিক করুন, তারপর ক্রস রেফারেন্সে ক্লিক করে আরেকটি উৎস বেছে নিন। তখন দুইটি উৎস থেকে পাওয়া ফলাফলের মধ্যে তুলনা দেখাবে ডেটাবেইসটি।
বিষয়ভিত্তিক সার্চে নজর রাখুন, এলার্ট পেতে থাকুন
আপনি যে বিষয় নিয়ে সার্চ করছেন, এখন থেকে তারওপর সার্বক্ষণিক নজর রাখতে পারবেন। সম্প্রতি নতুন এই ফিচার যুক্ত হয়েছে। যখনি ঐ বিষয়ে নতুন কোনো তথ্য যুক্ত হবে, তখনই ওসিসিআরপি ডেটা, ব্যবহারকারীকে বার্তা পাঠাবে। এজন্য আপনাকে শুধু সার্চের বিষয়বস্তুর পাশে “ঘন্টা” চিহ্নের ওপর ক্লিক করতে হবে।
অন্য ভাষায় অনুসন্ধানের সুযোগ
ইংরেজী ছাড়াও অন্য বেশকিছু ভাষায় তথ্য খোঁজার সুযোগ দিচ্ছে ওসিসিআরপি ডেটা। তাদের ইন্টারফেইসটি এখন রুশ এবং বসনীয়-সার্বীয়-ক্রোয়েশীয় ভাষায় পাওয়া যায়। ডেটাবেইস থেকে সার্চ ফলাফলও ভাষা দিয়ে ফিল্টার করা যায়। তাদের ডেটা টিম এখন জার্মান ও স্প্যানিশসহ আরো কিছু ভাষা যোগ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
অ্যাডভান্সড সার্চ অপারেটর
এই ডেটাবেইসে এখন যুক্ত হয়েছে কমপ্লেক্স সার্চ অপারেটর। এটি ব্যবহার করে আপনি দূরত্ব দিয়ে, অবিকল শব্দ লিখে, এমনকি ভুল বানানেও সার্চ করতে পারবেন। চাইলে দুটি আলাদা সার্চ বিষয়বস্তুকেও যুক্ত করা যাবে।
আরো প্রশ্ন?
ওসিসিআরপি ডেটা ব্যবহারে আগ্রহী এমন যে কেউ, ঘুরে আসতে পারেন আলেফ উইকি থেকে। এখানে, ডেটাবেইসটি ব্যবহারের পদ্ধতি এবং তৈরির প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেছে তাদের ডেটা টিম। সাংবাদিক ও প্রযুক্তিবিদরা পড়ে দেখতে পারেন তাদের ইউজার ম্যানুয়াল। আর মতামত জানাতে পারেন এই ঠিকানায় data@occrp.org।
অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) অনুসন্ধানী সাংবাদিকতার বিশ্বজোড়া প্লাটফরম। ৪০টি অলাভজনক ইভেস্টিগেটিভ সেন্টার, অসংখ্য সাংবাদিক এবং বেশকিছু আঞ্চলিক সংবাদ প্রতিষ্ঠান মিলে এটি গড়ে উঠেছে।